৪, নভেম্বর, ২০২৪, সোমবার
     

সিরাজদিখানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় লতব্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় মেয়ে দল বনাম মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মেয়ে দল অংশ গ্রহণ করে।

একই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পশ্চিম শিয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয় ছেলে দল বনাম নতুন ভাসানচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ছেলে দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় লতব্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেয়ে দল এবং পশ্চিম শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে দল জয়লাভ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, ইছাপুরা ইউপির চেয়ারম্যান মো. সুমন মিয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রহমান, আমিনুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ।

               

সর্বশেষ নিউজ