২৬, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

শ্রীনগরে নৌকার পক্ষে গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
শ্রীনগরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী (শ্রীনগর-সিরাজদিখান) এলাকার কোলাপাড়া ইউনিয়নের দোগাছি, ফুলকুচি, সমষপুর, দক্ষিণ পাইকশাসহ বিভিন্ন স্থানে নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আসনটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর এই গণসংযোগ করেন। গণসংযোগকালে সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও চলমান স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ্ কিসমত, সাধারণ সম্পাদক শ্রী গোপীনাথ দাস, শ্রীনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের শেখ মো. আমজাদ হোসেন আলমাস, পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ মিথুন, মুন্সীগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি সালাউদ্দিন লিটন, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মুনসুরুল হাসান কুতুব, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পলাশ, উপজেলা ওলামা লীগের সভাপতি মো. আলীনূও শেখ, আওয়ামী লীগ নেতা গোলাম রসুল, ইউপি সদস্য মাহবুব শাহ, তপন শেখ, দিদার হোসেন, কোলাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক হুমায়ুন হোসেন, যগ্নি-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. অঙ্কুরসহ অনেকে।

               

সর্বশেষ নিউজ