৩০, অক্টোবর, ২০২৪, বুধবার
     

সিরাজদীখানে হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

সিরাজদীখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:
বেকার যুবদের আত্মকর্মসংস্থানে লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা পর্যায়ে হাঁস-মুরগী পালন বিষয়ক ৭ দিনব্যাপী ৩০জন যুব নারী ও পুরুষদের প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণে ২০ যুব নারী ও ১০ যুব অংশ নিয়েছেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। আরো উপস্থিত ছিলেন শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার (টুটুল), উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বশীর আহমেদ,উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা নরেশ বৈদ্য প্রমুখ। প্রশিক্ষণ শেষে ৩০জন যুব নারী ও যুবদের মাঝে সনদ ও ভাতা বিতরণ করা হবে।

               

সর্বশেষ নিউজ