সিরাজদীখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার শেখরনগর ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শন করেছেন ইউএনও সাব্বির আহমেদ। গতকাল মঙ্গলবার দুপুরে এ পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার (টুটুল),শেখরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা এসএম জসিমউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বশীর আহমেদ প্রমুখ। পরিদর্শনকালে ইউনিয়ন ভূমি কার্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সেবা গ্রহীতারা যাতে সহজেই সেবা পেতে পারে সেই লক্ষ্যে নির্দেশনা প্রদান করা হয়।