১, নভেম্বর, ২০২৪, শুক্রবার
     

শেখ হাসিনার জন্মদিনে শিশুদের ব্যতিক্রমী শুভেচ্ছা

ক্রাইমভিশন ডেস্ক:
নানা আয়োজনে আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। কেউ কেক কেটে, কেউ দোয়ার আয়োজন করে, কেউ আবার সুযোগ পেলে সরাসরি শুভেচ্ছা জানাবেন শেখ হাসিনাকে। তবে ৩১ জন শিশুর পক্ষ থেকে সরকারপ্রধানের জন্মদিনে ভিডিওবার্তার মাধ্যমে ভিন্নধর্মী শুভেচ্ছা জানানোর ঘটনাও ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন শেখ হাসিনার জন্মদিনে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ৩১ জন শিশুকে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছে তাদের ফেসবুক ও ইউটিউবের অফিসিয়াল পেজে।

প্রতিটি শিশুই সেখানে ভিন্ন ভিন্নভাবে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের অনুভূতি ব্যক্ত করেছে। ভিডিওতে অংশগ্রহণকারী প্রতিজন শিশুই ৩১ ব্যাচের সদস্যদের সন্তান।
ভিডিও বার্তাটি সম্পাদনা করেছেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী। তিনি ভিডিও দেওয়া প্রতিটি শিশুর বাবা-মাকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন।

এমন উদ্যোগ নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক আক্তারুন্নেসা জানান, প্রতিটি ভালো কাজে অংশগ্রহণই আমাদের অস্তিত্ব। আর ৩১ ব্যাচ সবসময় এ ধরণের ব্যতিক্রম কাজ করে নিজেদের উজ্জীবিত রাখতে চায়।

ভিডিও বার্তায় যারা অংশ নেওয়া শিশুরা হলেন— চিত্রময়ী চন্দ্র, ফাইযা নুযাদ আমিরা, রায়াত হাসান, কাজী নির্জরা নীলিমা কাব্য, আয়ানা হারুন, আইমান আরিব রিহান, নায়েরা ইসলাম, আফরা ইসলাম, কাজী আজমীর আযিন ঋত, কাজী আইদিন আযিন ঋষভ, মুনতাকা নাওয়াল মানহা, উযাইফ মুসতানির, আরিশা ইসলাম ইনায়া, মোত্তাফিকা আরফা মানহা, নুজাইফা রিদা, সানিয়া আফরিন সোহা, সাবিরা আফরোজ সারাহ, সিদরাতুল মুনতাহা আরিবা, আহনাফ আইয়াদ মুগ্ধ, আহরাজ মাহির জিহান, আনিশা বাহাদুর, আয়েশা বাহাদুর, জয়নব,আরিয়ান রায়, শেহজিন নাওয়ার উশান, অরুণাভা দে, অনসূয়া দে, রুশান তাজওয়ার নাসির, থান্দার তাসনিমুল হাসান তুশিন, মো. মানসিব ওয়াসি খান, সাফওয়ান ইবনে হাফিজ।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী জানান, বঙ্গবন্ধুকন্যার দীর্ঘ সংগ্রামী জীবনের অংশগ্রহণ যে শিশুদের মনে পবিত্র ইচ্ছার প্রকাশ হয়ে ফুটে উঠেছে তা সত্যিই ভালো লাগার এক অন্য অনুভূতি। আমরা পবিত্রতার প্রশংসা করি। বঙ্গবন্ধু কন্যার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

               

সর্বশেষ নিউজ