৩, ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার
     

শ্রীনগরে নৌকার পক্ষে গোলাম সারোয়ার কবীরের গণসংযোগ

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
শ্রীনগরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী (শ্রীনগর-সিরাজদিখান) এলাকার শ্রীনগর এলাকার ভাগ্যকুল, কামারগাঁও, কামারগাঁও বাজার, কেদারপুর, চৌধুরী পাড়া, মাঠপাড়াসহ বিভিন্ন স্থানে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আসনটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবীর এই গণসংযোগ করেন। গণসংযোগকালে সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও চলমান স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন কোলাপাড়া ইউনিয়ন স্থানীয় আওয়ামী লীগ নেতা হুমায়ুন ফকির, সবজল ফকির, সামসুল আলম, নারায়ণ দাস, বিদ্যুৎ ফকির, ইউসুফ হাওলাদার, তোতা মিয়া, মুন্সীগঞ্জ জেলা তাঁতী লীগের সহ-সভাপতি সালাউদ্দিন লিটন, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মোমেন তালুকদার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন পলাশ, উপজেলা ওলামা লীগের সভাপতি মো. আলীনূর শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোয়াজ্জেম শেখ, মাহবুব রহমান, নাসির বাবু, যুবলীগ নেতা সালাউদ্দিন মোড়ল, সেলিম মোড়ল, ভাগ্যকুল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাজাহান শেখ, ছাত্রলীগ নেতা প্রসঞ্জিত সূত্রধর, সাজ্জাদ, ইভাল, প্রিতমসহ অনেকে।

               

সর্বশেষ নিউজ