২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

জিয়াউর রহমান বাবার পা টিপেছেন: কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার:
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী দাবি করেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তার বাবার পা টিপেছেন। গতকাল শুক্রবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে নিজের জন্মস্থানে পরিবারের সদস্যদের নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারতের আগে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আগস্ট মাসে (১৯৭৫ সালের) আমরা ভারতে গেলাম। আমার হাতে-পায়ে গুলি লেগেছিল তখন। বাবুল (বাবুল সিদ্দিকী) পায়ে হেঁটে গিয়েছিল। কিন্তু ওর ছোটটা, বেল্লাল পায়ে হেঁটে যায় নাই, যেতে পারে নাই। তাকে কান্ধে নিয়ে যেতে হয়েছে।’

তিনি বলেন, ‘এক সময় আমার বাবা বলছিলেন, ‘‘বজ্র (কাদের সিদ্দিকীর ডাকনাম) আমারে গুলি কইরা মাইরা যা। আমি যে আর চলতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে।’ আমি বাবাকে বলেছিলাম, বাবা আমরা এখানে যারা আছি তাদের মধ্যে আপনার বয়স বেশি। আমি আপনাকে মেরে যেতে পারব না।’

কাদের সিদ্দিকী বলেন, ‘জিয়াউর রহমানকে দেখতে পারতেন না বড় ভাই লতিফ সিদ্দিকী। তবে আমার বাবা জিয়াউর রহমানকে দেখতে পারতেন। কারণ ওই সময় বাবার যখন ফোলা পা ছিল, তখন জিয়াউর রহমান গিয়ে বাবার পা টিপছিল।’

তিনি বলেন, ‘আমাদের পরিবারে কিন্তু কৃতজ্ঞতাবোধ আছে। আমাদের ওপর যখন ঝড়, তুফান- জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট। একদিন আমার বাবা কোর্টে যাচ্ছিলেন। প্রেসিডেন্ট যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে, কুমুদিনী কলেজের সামনে দিয়ে। বাবাকে দেখে জিয়াউর রহমান গাড়ি থেকে নেমে, ওই রাস্তার মধ্যেই বাবাকে সালাম করেছিলেন, পায়ে হাত দিয়ে। এই জন্য বাবা সময় বাবা জিয়াউর রহমানের (জিয়াউর রহমানকে নিয়ে) খারাপ কথা শুনতে পারতেন না। শেষ দিন পর্যন্ত জিয়াউর রহমানকে তিনি সন্তানের মতো দেখতেন। এটা বাবার ব্যাপার। এটা আমাদের ব্যাপার না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকীর বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, সদস্য ও কাদের সিদ্দিকীর ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, লতিফ সিদ্দিকীর স্ত্রী লায়লা সিদ্দিকী, কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী, মেয়ে কুঁড়ি সিদ্দিকী প্রমুখ।

               

সর্বশেষ নিউজ