২৬, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

ঠাকুরগাঁয়ে রুহিয়ায় গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

ঠাকুরগাঁও রুহিয়া প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় গলায় ফাঁস দিয়ে বিউটি দেবনাথ(২০) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

রবিবার (১ অক্টোবর) দিবাগত-রাতে রুহিয়া থানাধীন তালতলি বাজার সংলগ্ন যুগীপাড়ায় এ ঘটনা ঘটে। বিউটি দেবনাথ সেই এলাকার তপন দেবনাথ এর স্ত্রী। ”
স্থানীয়রা জানান, দুজনে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহরের জেরে বিউটি দেবনাথ গলায় দড়ি দেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

               

সর্বশেষ নিউজ