২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২

মোহন মোড়ল,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
শ্রীনগরে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ ২ জন আহত হয়েছে। রোববার সকাল ৬ টার দিকে উপজেলার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। রাশিদুল ইসলাম (২৭) ও বিদান (২৫) নামে আহত ২ যুবককে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, ঢাকামুখী একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-২৪৩৭৬৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে চালকসহ আরোহী ছিটকে সড়কে পড়ে আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। তারা ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা।

হাঁসাড়া হাইওয়ে থানার ডিউটি অফিসার (এটিএসআই) আসাদুজ্জামান জানান, সার্জেন্ট আছিফুজ্জামান ঘটনাটির তদন্ত করছেন।

               

সর্বশেষ নিউজ