১২, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৩৩৮ মামলা

afsana afroze

সংবাদ সম্মেলনে কথা বলছেন রুহুল কবির রিজভী আহমেদসংবাদ সম্মেলনে কথা বলছেন রুহুল কবির রিজভী আহমেদ

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, গত ২৮ ও ২৯ জুলাই থেকে আজ পর্যন্ত বিএনপি’র কেন্দ্রঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে ৩৩৮টি মামলা হয়েছে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব মামলায় আসামি ১৩,৪৬০ জন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এ তথ্য জানান।

রুহুল কবির উল্লেখ করেন, জুলাইয়ের শেষ থেকে এ পর্যন্ত বিএনপির নানা কর্মসূচিকে কেন্দ্র করে আহত হয়েছে ১৭৫০ জন। গ্রেফতার হয়েছে ২২০০ জন।

সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ সম্প্রতি লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা লন্ডনে সকল রীতিনীতি, শিষ্টাচার ও সভ্যতাকে তোয়াক্কা না করে নিকৃষ্টতম ভাষায় বক্তব্য রেখেছেন। খালেদা জিয়ার বয়স ৭৮ বছর, আর শেখ হাসিনার বয়স ১ বছর কম অর্থাৎ ৭৭।

কিন্তু দেশনেত্রীর বয়স ৮০ বছর বানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার বয়স যদি ৭৭ হয়, তাহলে ৮০ বছর থেকে কয় বছর কম হয়? বলে প্রশ্ন করেন রিজভী।

               

সর্বশেষ নিউজ