২৫, নভেম্বর, ২০২৪, সোমবার
     

সিরাজদিখানে বাশের বেড়া ভেঙ্গে কলা, আম গাছ তুলে ফেলে ও জমি দখলের পায়তারা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমির বাশের বেড়া ভেঙ্গে ২৫ টি কলা, এবং ১৫টি আম গাছ তুলে ফেলে জমি দখলের পায়তারা করছে আবুল কাশেম (৬২) গংয়ের বিরুদ্ধে।
সোমবার ৯ অক্টোবর ভোর অনুমান সাড়ে ৬ টায় উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী গ্রামের এ ঘটনা ঘটে।ভুক্তভোগী
এবিষয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানাযায় আঃ হামিদ (৫০), পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-মোল্লাকান্দি বালুরচর, ইউপি বালুচর, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ বালুচর মৌজার ৬২২নং খতিয়ানে আরএস ২০৩০ দাগের ৫০ শতাংশ মধ্যে দাবীকৃত ২০ শতাংশ পৈত্রিক সম্পত্তি। মালিক হইয়া দীর্ঘদিন যাবত ভোগ দখল করিয়া আসছিলাম। ভোগদখল করে আসতেছে। উক্ত জমি আবুল কাশেম (৬২) গং দীর্ঘদিন যাবত ভোগ দখল করার পায়তারা করিয়া আসছিলো।

এরই ধারাবাহিকতায় ৯ অক্টোবর ভোর অনুমান ০৬.৩০ ঘটিকার সময় আবুল কাশেম (৬২), পিতা-মৃত আনজাত আলী @ আঞ্জু মিয়া, মোঃ জাকির হোসেন (৫৫),পিতা- মৃত নুর ইসলাম, মোঃ সালমান (১৭), পিতা মোঃ জাকির হোসেন, মোঃ মোয়াজ্জেম (৬০),পিতা-মৃত সাইঙ্গুউদ্দিন উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাতনামা ৪/৫ জন সর্বসাং-মোল্লাকান্দি বালুরচর, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সীগঞ্জ মিলে বাদীর দাবীকৃত জমির ২৫ টি কলা, এবং ১৫টি আম গাছ তুলে ফেলে ও বাশের বেড়া ভেঙ্গে দিয়ে আমার অনুমান ২০,০০০/-টাকার ক্ষতি সাধন করে। ভুক্তভোগী উক্ত সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিবাদীদের বাধা দিতে গেলে বিবাদীগন বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি প্রদান করিয়া চলিয়া যায় ।

এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

               

সর্বশেষ নিউজ