২৪, নভেম্বর, ২০২৪, রোববার
     

সরকারকে পদত্যাগ করতেই হবে: ফখরুল

প্রতিবেদক:
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
সরকার এক তরফা নির্বাচন চাইছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি, এই অবস্থায় কোনো নির্বাচন হতে পারে না। আমরা বরাবরই বলে আসছি, নির্বাচনকালীন সরকারের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে।’

আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আন্দোলন করতে থাকা বিএনপি আবারও সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে এসে বলেছেন, এই সরকারকে পদত্যাগ করতেই হবে।

তিনি বলেন, ‘পরিষ্কার করে বলে দিয়েছি, এই সরকারের অধীনের নিবাচন হবে না। পদত্যাগ করতেই হবে। এই সরকারকে সরতে হবে। তাদের কয়টি দল ছাড়া কোনো দল কি বলেছে, নির্বাচন সুষ্ঠু হবে?’

সরকার এক তরফা নির্বাচন চাইছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা পরিষ্কার করে বলেছি, এই অবস্থায় কোনো নির্বাচন হতে পারে না। আমরা বরাবরই বলে আসছি, নির্বাচনকালীন সরকারের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের দুটি বিষয়, সন্ত্রাস আর দুর্নীতি। আমরা বিশ্বাস করি, এই সরকার অতি শিগগিরই পদত্যাগ করতে বাধ্য হবে।’

বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি না পাওয়ার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ‘এই অনির্বাচিত ফ্যাসিবাদী সরকার, এর বিরুদ্ধে লড়াই এত সহজ নয়। চিকিৎসার সুযোগ না দেয়ার অর্থ কী, হত্যা করা। বেগম খালেদা জিয়া যাতে বাইরে যেতে না পারেন, এভাবে তাকে হত্যা করতে চায় সরকার।’

               

সর্বশেষ নিউজ