২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

অটোযাত্রী নিহত, বাসে আগুন

ক্রাইমভিশন ডেস্ক:

ময়মনসিংহ: জেলার নান্দাইলে শালবন পরিবহনের একটি বেপরোয়া গতিতে চলা বাসের ধাক্কায় এক আটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক বাসে আগুন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে নান্দাইল উপজেলার চর বেতাগৈর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা যাত্রীর নাম মোছা: খুকি আত্তার (১৭)। তিনি স্থানীয় চর বেতাগৈর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুজ্জামান  তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেপরোয়া গতিতে শালবন বাসটি কানারামপুর যাচ্ছিল। পথে চর বেতাগৈর সড়কে একটি যাত্রীবাহী অটোরিকশাকে বাসটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।

               

সর্বশেষ নিউজ