৩, ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার
     

ক্রাইমভিশন ডেস্ক:

কামরাঙ্গীরচর লোহার ব্রিজের ঢাল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাত (৩৬) এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে ঘটে এ দুর্ঘটনা।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর বলেন, খবর পেয়ে লোহার ব্রিজের ঢালে সুরুচি হোটেলের সামনে গিয়ে ওই যুবককে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। এসময় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।।

এসআই জানান, ওই যুবক রাস্তা পারাপারের সময় দ্রুতগামী পিকআপের ধাক্কায় নিহত হন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে

পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা যাবে।

               

সর্বশেষ নিউজ