২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

ফেডারেশনের ত্রি-বার্ষিক কাউন্সিল উদ্বোধন

ক্রাইমভিশন ডেস্ক:

বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক কাউন্সিল শুরু হয়েছে।

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শনিবার দুপুর ১২টায় এর উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।

এসময় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লক্ষীপুর-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ অ্যাভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মো. লুৎফর রহমান খান, বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হেদায়েতুল হোসেন।

বিশেষ অতিথির মধ্যে আরও রয়েছেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলন।

অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন।

উদ্বোধক হিসেবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের উপস্থিত থাকার থাকলেও তিনি আসেনি।

               

সর্বশেষ নিউজ