৩, ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার
     

বোনকে হারানোর দুঃসংবাদ দিলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি মঙ্গলবার তার বোনের মৃত্যু সংবাদ দিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, হাসপাতারে তার বোন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন।

বোনের স্বাস্থ্যের অবনতির কথা জানতে পেরে সফর পরিকল্পনা বাতিল করেন আফ্রিদি। অসুস্থ বোনকে দেখতে দেশে ফিরছিলেন তিনি। কিন্তু শেষ দেখা দেখতে পারেননি। ফেরার পথে বোনের মৃত্যুর কথা জানতে পারেন।

আফ্রিদি সাবেক টুইটার এক্সে লিখেছেন, ‘নিশ্চয় আমরা আল্লাহর এবং তার কাছে আমরা ফিরে যাবো। শোকসন্তপ্ত হৃদয়ে আমরা জানাতে চাই আমাদের প্রিয় বোন মারা গেছেন।’

এর আগে পাকিস্তানি ক্রিকেট গ্রেট পোস্ট করেছিলেন, ‘আমি তোমাকে দেখার জন্য শিগগিরই ফিরে আসছি বোন, শক্ত থেকো। আমার বোন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার স্বাস্থ্যের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাকে দ্রুত সুস্থ এবং দীর্ঘায়ু করুন।’

               

সর্বশেষ নিউজ