১২, নভেম্বর, ২০২৪, মঙ্গলবার
     

মুন্সীগঞ্জে পূজা মন্ডবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জো পূজা মন্ডপে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাকেশ সরকার নামের এক যুবক নিহত হয়েছেন। মুন্সীগঞ্জ পৌরসভার যোগীনিঘাট সার্বজনীন দুর্গা মন্দির (কবিরাজ বাড়ী) মন্ডপে গভির রাত ২ টার দিকে টেবিল ফ্যানের তার থেকে বিদ্যুৎ স্পষ্ট হয় যুবক। পরে এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি একই এলাকার রাম প্রসাদ সরকারের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মু. সজিব জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ স্পষ্টে তার মৃত্যু হয়েছে।

               

সর্বশেষ নিউজ