২৬, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

ঘূর্ণিঝড় ‘হামুন’: কক্সবাজার প্রস্তুত ৫৭৬ আশ্রয়কেন্দ্র, কন্ট্রোল রুম চালু

জাহাঙ্গীর আলম শামস,কক্সবাজার প্রতিনিধি :

ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ৫৭৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, এছাড়াও জরুরি যোগাযোগের জন্য নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ নাম্বার হলো: ০১৮৭২৬১৫১৩২।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলার ৯ উপজেলায় ১৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ বার্তা২৪.কম-কে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৫ লক্ষ ৫ হাজার ৯৯০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন জেলার ৫৭৬ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ১১ লক্ষ ২৫ হাজার নগদ টাকা, ৬৪০ মেট্রিক টন চাল ও ৭০০ বান্ডিল ঢেউটিন মজুদ আছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ৫ হাজার প্যাকেট শুকনো খাবারের চাহিদা পাঠানো হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজার থেকে ২৯৫ কি.মি পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ‘হামুন’। ভোররাত বা সকালে উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে হাওয়া দপ্তর।

               

সর্বশেষ নিউজ