২৬, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

বাগেরহাটের মোংলায় কিল ঘুষি মেরে ভ্যান চালককে হত্যা

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বাগেরহাটের মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আল আমিন (৩৫) নামে এক ভ্যান চালককে কিল ঘুসি মেরে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর মামার ঘাট এলাকায় মারপিটের ঘটনায় ওই ভ্যান চালক নিহত হয়। নিহত আল আমিন মালগাজীএলকার সবুর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিহত ভ্যান চালক আল আমিনের ভ্যানের সাথে স্পর্শ লাগা নিয়ে খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ের হাতাহাতি ও ধস্তাধস্তি করলে ভ্যান চালক অচেতন হয়ে পড়লে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঘোষনা করেন।

মোংলা ভ্যান রিক্সা ইউনিয়নের সভাপতি ইদ্রীস আলী বলেন, হেলাল একাধিক মামলার আসামী। সে একজন মাদকাসক্ত। আল আমিনের ভ্যান ঢালুথেকে উঠতে গেলে আল আমিনের ভ্যান হেলালের গায়ে স্পর্শ করলে হেলাল আল আমিনকে মারধর করলে আল আমিন মারা যায়।

সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, প্রত্যাক্ষদর্শীরদের তথ্য অনুযায়ী আসামিকে চিহ্নিত করতে পেরেছি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এহত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতকে আটকের চেষ্টা চলছে ।

               

সর্বশেষ নিউজ