১, নভেম্বর, ২০২৪, শুক্রবার
     

সিরাজ‌দিখা‌নে আগুন,চলন্তবাসে ইট,পাটকেল নিক্ষেপ

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
বিএনপির ডাকা টানা তিন দিনের কর্মসূচীর প্রথম দিন কয়েকটি যাত্রীবাহী বাসে ইটপাটকেল নিক্ষেপ ও টায়ারে আগুন দিয়েছে পিকেটাররা।

মঙ্গলবার রাত সাড়ে ৩ টায় উপজেলার কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে এ ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন,টায়ারে আগুন দেওয়ার ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি, কেরনাীগঞ্জের আব্দুল্রাহপুর এলাকায় রাস্তায় বালু ফেলে গাড়ী চলাচল বন্ধ করতে চেয়েছিল পিকেটাররা তবে বর্তমানে সড়ক ক্লিয়ার আছে। চলন্ত গাড়ীতে ইটপাটকেল নিক্ষেপের বিষযটি তিনি জানেন না বলে জানান।

               

সর্বশেষ নিউজ