২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

শ্রীনগর ভূমি অফিসে মিস কেসের শুনানীতে এসে বৃদ্ধের মৃত্যু

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
শ্রীনগরে মিস কেসের শুনানীতে এসে ভূমি অফিসে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে মিজানুর রহমান সুরুজ (৬৭) নামে ওই বৃদ্ধকে ভূমি অফিস থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, রাঢ়িখাল গ্রামের মৃত কফিলউদ্দিনের পুত্র মিজানুর রহমানের দায়েরকৃত শ্রীনগর ভূমি অফিসের মিস কেস (মিস কেস নং-১৮৮/২০২১-২০২২) শুনানি ছিল। মিস কেসের শুনানির জন্য মিজানুর রহমান ভূমি অফিসে উপস্থিত হন। সেখানে বিকেল সাড়ে ৪ টার দিকে বসা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পরে। তাৎক্ষনিকভাবে তাকে দ্রত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাঃ নাফিজ জানান, তিনি আগেই মৃত্যুবরণ করেছেন। পরে তার পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে বক্তব্য জানতে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার সাফফাত আরা সাঈদ এর কাছে মোবাইল ফোনে একাধিক কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

               

সর্বশেষ নিউজ