৪, নভেম্বর, ২০২৪, সোমবার
     

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রীনগর প্রেস ক্লাবে আলোচনা সভা

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শ্রীনগর প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রয়ারী (বুধবার) বিকাল সাড়ে ৩ টায় প্রেস ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি শাজাহান খান, লেখক ও সাংবাদিক মুজিব রহমান, শ্রীনগর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম তাপস, প্রচার সম্পাদক নাজমুল খান সুজন, কার্যকরী সদস্য উজ্জ্বল দত্ত, মো. অমিত খাঁন, সদস্য মোহন মোড়ল, নাহিদ হাসান, আজিজুল ইসলাম রনি, সাইফুল ইসলাম শিপু।
সভায় বক্তারা ভাষা সৈনিক শ্রীনগর উপজেলার ষোলঘরের কামরুদ্দিন আহমেদ, কাজী জহিরুল হক, দোগাছির জ্ঞান চক্রবর্তী, শাহাদাতউল্লাহ, শাহ্ মোয়াজ্জেম হোসেন, রাজা শ্রীনাথ চ্যারিটারি হাসপাতালের ডাক্তার এমএন নন্দী, সুরুদীয়ার শাহেদ আলী, বাড়ৈখালীর ড. সিরাজুল ইসলাম চৌধুরী, কামারগাঁওয়ের কাজী জলকদরসহ অন্যান্যদের স্মরণ করেন। এর আগে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে প্রথম প্রহরে শ্রীনগর প্রেস ক্লাবের কর্যকরী কমিটির পক্ষ থেকে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

               

সর্বশেষ নিউজ