২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্যর সাথে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের সাথে সিরাজদিখান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস‌্যগণ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

শ‌নিবার দুপুর দেড়টার দিকে সিরাজদিখান বাজারের চোকদার সুপার মার্কেটে মহিউদ্দিন আহমেদের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করা হয়।

এসময় নবনির্বাচিত সংসদ সদস্যকে সিরাজদিখান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সিরাজদিখান প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির,ইমতিয়াজ উদ্দিন বাবুল, সহ-সভাপতি সালাহউদ্দিন সালমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,দপ্তর ও প্রচার সম্পাদক আজিম হাওলাদার, ক্রীড়া ও লাইব্রেরি বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, সদস্য হাবিবুর রহমান, মিজানুর রহমান, ইসমাইল খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু,লতব্দী ইউপির চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক প্রমুখ।

               

সর্বশেষ নিউজ