মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
শ্রীনগরে ইয়াবাসহ মো. মনির হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গত রোববার রাত ৮ টার দিকে উপজেলার আল-আমিন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই নেসারউদ্দিন ওই মাদক কারবারিকে আটক করেন।
এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক কারবারি মনির হোসেন ভাগ্যকুল এলাকার উত্তর কামারগাঁও গ্রামের মজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, মনির হোসেন মাদক সেবন করার পাশাপাশি এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল। শ্রীনগর থানার এসআই মো. নাসেরউদ্দিন জানান, তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। সোমবার আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।