১২, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

সিরাজদিখানে সড়কে গাছ ফেলে ডাকাতি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
সিরাজদিখানে কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কে রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কুচিয়ামোড়া – সৈয়দপুর সড়কের কান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ১০/১২ জনের মুখোশপড়া ডাকাতদল রাস্তায় গাছ ফেলে একটি প্রাইভেট কার(হাইস গাড়ী) গতিরোধ করে গাড়িটি ভাঙচুর করে । গাড়ীতে থাকা ৯ জন যাত্রীকে চাপাতি,রামদা ও দেশী অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা ও ১৩ মোবাইল সেট ও হাতিয়ে নেয় ।

ডাকাতের কবলে পরা মো.ইমরান মাহমুদ (৪০) নামে এক যাত্রী জানান,‘পারিবারিক একটি অনুষ্ঠান শেষে চালকসহ আমরা ১০ জন একটি হাইস গাড়ী যোগে বাড়ী ফিরছিলাম । ফেরোর পথে কান্দা নামক স্থানে এলে ১০/১২ জনের মুখোশ পরা ডাকাতা দল গাছ ফেলে আমাদের গাড়ী গতিরোধ করে । গাড়ির গøাস ভাঙচুর করে চাপাতি রামদাসহ দেশীয় অস্ত্রেও ভয় দেখিয়ে আমাদের জিম্মি করে ফেলে । এ সময় আমাদের কাছ থেকে নগদ দেড় লক্ষাধিক টাকা ও ১৩ টি মোবাইল সেট নিয়ে যায় ।’

রাজানগর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান,‘ডাকাতির বিষয়টি আমি অবগত আছি । কান্দা নামক স্থানটিতে প্রতিবছরই ডাকাতি হয় । মাঝখানে এক বছর হয়নি । গতকাল যারা ডাকাতির কবলে পড়েছে তারা সবাই আমার পরিচিত । প্রশাসনের সাথে কথা বলে ডাকাতিরোধের চেষ্টা করবো ।’

শেখরনগর তদন্ত কেন্দ্রর ইনচার্জ মো.নাসির উদ্দিন শেখ জানান,‘ডাকাতির বিষয়টি সকালে জানতে পেরে অফিসার পাঠিয়ে ছিলাম । এখনো কোন অভিযোগ পাইনি । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । ’

               

সর্বশেষ নিউজ