৩, ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার
     

সিরাজদিখানে তথ্য অধিকার আইন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে উপজেলা পর্যায়ের অফিস প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই) ও অন্যান্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ তথ্য কমিশনের বাস্তবায়নে উপজেলা হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ
সকাল ১০ টায় শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ড. মো. আ. হাকিম। তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) ও প্রশিক্ষক ছিলেন সোহানা নাসরিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুল হকের উপস্থাপনায়
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, প্রকৌশলী মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন দপ্তর প্রধান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের সচিবগণ উপস্থিত ছিলেন।

               

সর্বশেষ নিউজ