সিরাজদিখান প্রতিনিধি :
সিরাজদিখানের লক্ষীবিলাস কালী মন্দির সংলগ্ন চেয়ারম্যান প্রার্থী আওলাদ হোসেন মৃধার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ১২ মে রবিবার বিকাল পাঁচটায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাকিবুল হাসান মোল্লার সঞ্চালনায় এবং সাবেক চেয়ারম্যান আ. রহিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ খায়ের মোল্লা, মো. মহসীন ভুইঁয়া,মো. জহিরুল ইসলাম লিটু, মহিলা মেম্বার খালেদা আক্তার লিজা, মো. শাহজাহান, জনাব আস্কর আলী, মো. আক্তারুজ্জামান জয়, মো. শরীফ মাহমুদ এবং শেখ মো. সেলিম আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ও সাধারন জনগন।
বক্তারা সবাই আওলাদ হোসেন মৃধার সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রার্থী তার বক্তব্যে বলেন আমি আপনাদের সেবা করতে এসেছি, আমি নির্বাচিত হলে এ উপজেলাকে একটি সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, বেকার মুক্ত এবং স্মার্ট সিরাজদিখান গড়ে তুলব।