৩, ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার
     

সিরাজদীখানে সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন ও বুথ উদ্বোধন

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন,বুথ উদ্বোধন ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বয়রাগাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বয়রাগাদী ইউনিয়ন পরিষদে একটি কক্ষে সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন ও বুথ উদ্বোধন করা হয়। পরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা।বয়রাগাদী ইউপি সচিব মো. সিরাজুল ইসলাম খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউপির ২নম্বর ওয়ার্ড সদস্য তন্ময় ইসলাম স্বপন, ৭নম্বর ওয়ার্ড সদস্য মো. জামাল উদ্দিন বেপারী, ৮নম্বর ওয়ার্ড সদস্য মো. ইয়াছিন শেখ, ৯নম্বর ওয়ার্ড সদস্য মো. সোহাগ মৃধা, বীর মুক্তিযোদ্ধা চান মিয়া প্রমুখ।
১৪.০৫.২৪

               

সর্বশেষ নিউজ