১২, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সিরাজদীখানে আলোচন সভা অনুষ্ঠিত

সিরাজদীখান প্রতিনিধি
“স্মাট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. এ কে এম তাইফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। ইপিআই কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.শামিমুন্নাাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা বিআরডিবির কর্মকর্তা মো.টিপু সুলতান, উপজেলার জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. সাইদুল ইসলাম খান,উপজেলা সমবায় কর্মকর্তা বিন্দু রানী পাল, সিরাজদীখান প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নাসির উদ্দিন, ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান তালুকদার, সিনিয়র স্টাফ নার্স হোসনেয়ারা আক্তার, শামিমা সুলতান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. এ কে এম তাইফুল হক বলেন,জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আমরা অনেক কর্মসুচী হাতে নিয়েছি, যেমন পুষ্টি বার্তা প্রদান, শিক্ষার্থীদের সাধারন জ্ঞায়ন কুইজ, পুষ্টি প্রগ্রাম সহ নানা কর্মসুচী রয়েছে। দিবসটি ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন,শিশুর পুষ্টি চাহিদা পুরনে সকলকে সচেতন করতে হবে এবং খাবারে যেসকল খাদ্যে অধিক পরিমান ভিটামিন রয়েছে, সেদিকে লক্ষরেখে খেতে হবে, অনেকের ধারনা দামি খাবারে পুষ্টি বেশি থাকে, কিন্তু তা নয় সহজ লভ্য অনেক খাবার শাক সবজি ও স্থানীয় জাতের অনেক ফলমুলের পুষ্টি গুন অনেক বেশি থাকে। সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে।

               

সর্বশেষ নিউজ