১২, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

সিরাজদিখানে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 

স্টাফ রিপোর্টার
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখান প্রেসক্লাব মিলনায়তনে যায়যায়দিন পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি কে এন ইসলাম বাবুলের সভাপতিত্বে পত্রিকাটির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন, সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবায়ের প্রমুখ।

               

সর্বশেষ নিউজ