২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

সিরাজদিখানে কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষের প্রতিবাদে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আধাঘন্টা ব্যপি এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চোকদার। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান বাপ্পীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা মাস্টার, বালুচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নায়েক আলী আকবর, রাজানগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহ আরিফ খান, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেনসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, চাকরির নামে কোটা আন্দোলনকারীরা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সর্বত্র কটাক্ষ করে আন্দোলনে অংশ নিচ্ছে। আমরা মুক্তিযোদ্ধা হিসাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ৩০ লক্ষ শহিদের বিনিময়ে এদেশে স্বাধীনতা পেয়েছি। রাজাকাররা কোটা আন্দোলনকারীদের নানাভাবে উসকানি দিয়ে আবারো তারা এ দেশ দখল করে সুযোগ-সুবিধা গ্রহণ করতে চায়। তাদের এই সুযোগ বাংলার মাটিতে আর দেওয়া হবে না। এছাড়া এই উদ্দেশ্য মূলক আন্দোলন করে তারা টিকে থাকতে পারবে না। যাদের ইন্দনে এবং যাদের সহযোগিতায় এই উদ্দেশ্য মূলক আন্দোলন করা হচ্ছে, এতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা মুক্তিযোদ্ধারা এই আন্দোলনকে প্রতিহত করব ইনশাআল্লাহ।

               

সর্বশেষ নিউজ