১৩, নভেম্বর, ২০২৪, বুধবার
     

শ্রীপুরে সাংবাদিক জুলফিকার আলীর মৃত্যু, প্রেসক্লাবের শোক

মাগুরা প্রতিনিধি
দৈনিক যায়যায়দিন পত্রিকার মাগুরার শ্রীপুর উপজেলা প্রতিনিধি শ্রীপুর গ্রামের বাসিন্দা জুলফিকার আলী স্টকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার বিকেল ৪ টা ১৫ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. গোলাম সরোয়ার এর বড় ছেলে। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, দুই পুত্র, এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শ্রীপুর প্রেসক্লাব, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় শ্রীপুর পূর্বপাড়া ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে তাঁর মরদেহ সম্মিলিত কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

               

সর্বশেষ নিউজ