সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন শেষে একটি মিছলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাস্টার আব্দুর রহমান একাডেমী উচ্চ বিদ্যালয় সামনে গিয়ে শেষ হয়। এতে অংশনেয় ৫ শতাধিক নারীপুরুষ।
এসময় মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম শেখেকে পদত্যাগ করতে নানা স্লোগানে দেন। পদত্যাগ না করলে অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারীদেন বিক্ষোভকারীরা। তারা বলেন, ঢাকার বাদামতলীর দুর্ধষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হাজী সেলিমের সহযোগী মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের বিনাভোটের অযোগ্য চেয়ারম্যান শেখ আব্দুল করিম। তিনি নির্বাচনে আগে অনেক প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর তাকে সাপ্তাহে এক দিনের বেশি ইউনিয়ন পরিষদে পাওয়া যায় না। চারিত্রিক সনদ, জন্ম নিবন্ধনসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে তিনি। তাই আমার এই চেয়ারম্যান চাইনা।
বিক্ষোভে বক্তব্য রাখেন, মধ্যপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান শেখ, সিরাজদিখানে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কে এম ইকবাল মাহামুদ, সিরাজদিখান থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মো: রাসেল, যুবদল নেতা এনামুল হক তুহিন, জিয়াউর রহমান সুমন, প্রিন্স মাহামুদ, ফাসিউল আলম জুয়েল, মো: সাগর, সোহেল আহমেদ, থানা শ্রমিক দল যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন হাওলাদার মধ্যপাড়া ইউনিয়ন শ্রমিক দল সভাপতি সেলিম দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।