২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

সিরাজদিখানে প্রবাসীদের অর্থায়নে পথচারী ও শিক্ষার্থীদের জন্য নলকূপ স্থাপন

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সিরাজদিখান-তালতলা সড়কের রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ খেলার মাঠ সংলগ্ন স্থানে পথচারী ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত নলকূপ স্থাপন করা হয়েছে। সম্প্রতি সৌদি প্রবাসী রাজদিয়া গ্রামের বাসিন্দা মোঃ নাছের শেখের সার্বিক তত্বাবধানে সৌদি, ইতালী ও কুয়েত প্রবাসীদের সমন্বিত অর্থায়নে জনসাধারণ ও শিক্ষার্থীদের জন্য এ নলকূপ স্থাপন করা হয়। গতকাল সোমবার বিকালে জনসাধারণ ও শিক্ষার্থীদের আর্সেনিক মুক্ত পানি পান করার জন্য নলকূপটি উন্মুক্ত করে দেওয়া হয়। সুশীল সমাজের সচেতন নাগরিক মহলসহ সাধারণ মানুষ প্রবাসীদের এমন মানবিক কর্মকান্ডের সাধুবাদ জানাচ্ছেন। সৌদি প্রবাসী মোঃ নাছের শেখের জানান, সৌদি, ইতালী ও কুয়েত প্রবাসীদের পাঠানো টাকায় জনসাধারণের জন্য টিউবওয়েলটি স্থাপন করে দেওয়ার হয়েছে। এতে সর্বমোট ২৫ হাজার টাকার মত খরচে হয়েছে। এখন শুধু মাত্র পাকা করণেন কাজ বাকী আছে৷ টিউবওয়েলটি জনসাধারণ ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

 

               

সর্বশেষ নিউজ