২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠন

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)সংবাদদাতাঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুুমপুর গ্রামের আব্দুল কুদ্দুস ধীরনের বাড়িতে আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় অধিবেশনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনকে আহবায়ক ও  বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলামকে সদস্য সচিব করে ২৭সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মুন্সীগঞ্জের আহবায়ক এ্যাডভোকেট মুজিবুর রহমান।

এর আগে  বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিরাজদিখান উপজেলার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিরাজদিখান উপজেলা বিএনপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক হাওলাদার, তবারক ইসলাম, হারুনার রশিদ মোল্লা, শামসুল হক, আবু সিদ্দিক, ইমান আলী, আব্দুল বারেক মোড়লসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আশা বীর মুক্তিযোদ্ধাগণ ।

               

সর্বশেষ নিউজ