১০, অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার
     

শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ উচ্ছেদ

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ভেসাল উচ্ছেদ, চায়না দুয়াইর জব্দ ও ১ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী আড়িয়ল বিল এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও মোহাম্মদ মর্তূজা বর্ষণ।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক, ষোলঘর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা এসএম আসাদুজ্জামান, শ্রীনগর থানার এসআই মো. ওমর, উপজেলা সহকারী মৎস্য অফিসার আজিজুল ইসলামসহ পুলিশ সদস্য ও আনসার বৃন্দ।

এদিন দুপুরের দিকে মৎস্য অফিসার সমীর কুমার বসাক জানান, সকাল থেকে আড়িয়ল বিল এলাকায় অবৈধ ভেসাল ও নিষিদ্ধ জাল উচ্ছেদ অভিযান চলছে। এ পর্যন্ত ১০টি ভেসাল উচ্ছেদ ও ৬টি চায়না দুয়াইর নামক চাই/ফাঁদ জব্দ করা হয়। এ সময় ষোলঘর এলাকার কালী বাড়ি এলাকার এক ব্যক্তিকে অবৈধ ভেসাল স্থাপনের অপরাধে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় ১ হাজার টাকা আর্থিক জরিমান করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

               

সর্বশেষ নিউজ