২২, ডিসেম্বর, ২০২৪, রোববার
     

সাংগঠনিক নিয়ম ভঙ্গের দায়ে  লিছান শেখকে অব্যাহতি

সিরাজদিখান প্রতিনিধিঃ

সাংগঠনিক নিয়ম ভঙ্গের কারনে সিরাজদিখান উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেয়াইন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে লিছান শেখকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সাথে সিনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদকের ব্যক্তিগত সমস্যার কারণে ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আকাশ আহমেদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। গত ২৯ সেপ্টেম্বর রবিবার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সিরাজদিখান উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিয়াদ হোসেন, সদস্য সচিব আনিসুর রহমান দুর্জয় ও মুন্সিগঞ্জ জেলা শাখার আহবায়ক সদস্য (দপ্তরের দায়ীত্বরত) শহিদুল ইসলাম বাবু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এদিকে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সিরাজদিখান উপজেলা শাখা এর অন্তর্গত বিভিন্ন ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ সিরাজদিখান উপজেলা শাখার আহবায়ক কমিটির ৯নং সদস্য মোঃ নাজিম খানকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। একই দিন মুন্সিগঞ্জ জেলা শাখার আহবায়ক সদস্য (দপ্তরের দায়ীত্বরত) শহিদুল ইসলাম বাবু স্বাক্ষরিত অপর আরো একটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

 

               

সর্বশেষ নিউজ