২৮, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

শ্রীনগরে বখাটের হামলায় যুবক আহত

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধিতে হিমু বেপারী (২১) নামে বখাটের হামলায় এক যুবক আহত হয়েছে। আহত যুবকের নাম মো. ফারুক বেপারী (৩৯)। সে ওই এলাকার ফজল বেপারীর পুত্র। রোববার দুপুর দেড়টার দিকে শ্যামসিদ্ধি ইউনিয়নের উত্তর সেলামতি ক্লাবঘর সংলগ্ন রমজান আলী ডাক্তারের বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শ্যামসিদ্ধির ক্লাবঘর এলাকার মোকাজ্জল খানের পরিত্যক্ত বাড়িতে উত্তর সেলামতির সোহেল বেপারীর ছেলে অজ্ঞাত নারীকে নিয়ে আসে। বিষয়টি ফারুক বেপারীর নজরে আসলে নারীসহ হিমুকে চলে যেতে বলে। ওই নারীসহ হিমু চলে যায়। তার কিছুক্ষণ পর হিমু বেপারী তার আত্মীয় রহিম বেপারী ও ইমন বেপারীর সহায়তায় ফারুকের ওপর হামলা করে। হিমু এলাকায় বখাটে হিসেবে পরিচিত।

পরিত্যক্ত বাড়িটিতে মাঝে মধ্যে অসামাজিক কার্যকলাপ হওয়ার পাশাপাশি মাদক সেবসেবীরা নিরাপদ স্থান হিসেবে অবাদে যাতায়াত করছে এখানে। ভুক্তভোগী ফারুক বেপারী অভিযোগ করেন, পরিত্যক্ত বাড়িতে হিমুসহ এক নারীকে দেখতে পেয়ে চলে বাড়িতে চলে যেতে বলি। তারা চলেও যায়। কিন্তু কিছুক্ষণ পর হিমু বেপারীসহ তার পরিবারের লোকজন আমাকে মারধর করে রক্তাত্ব জখম করে। পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলীর কাছে জানতে চাইলে জানান, কোন পক্ষই এ ব্যাপারে আমাকে জানায়নি। খোঁজ নিয়ে দেখছি। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন মুন্সী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।

               

সর্বশেষ নিউজ