সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বসত বাড়ির কেচি গেটের তালা কেটে জোড়া বাইক চুড়ির অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাসিম খানের বসত বাড়িতে জোড়া বাইক চুরির এ ঘটনাটি সংঘটিত হয়৷ এ ঘটনায় চুরি হওয়া বাইকের মালিক কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাসিম খানের ছেলে মোঃ ইমরান খান বাদী হয়ে পরদিন রবিবার সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাসিম খানের ছেলে ইমরান খান প্রতিদিনের ন্যায় শনিবার দিবাগত রাত ১১ টার দিকে তিনি ও তার ছোট ভাইয়ের ব্যবহৃত ১৫০ সিসির সুজুকি জিকসার ও ১৫০ সিসির এপাসি আরটিয়ার মডেলের দুটি মোটর সাইকেল গেটের ভিতরে তালাবদ্ধ করে রুমে গিয়ে ঘুমিয়ে পরেন। পরদিন রবিবার সকাল ৮ টার দিকে ঘুম থেকে উঠে দেখেন তার বসত বাড়ীর প্রধান কেচি গেটের তালা কেটে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যরা মোটর সাইকেল দুটি চুরি করে নিয়ে গেছে। পরে বাইক দুটির সন্ধান করে না পেয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ইমরান খান।
ভুক্তভোগী নিজ ও তার ভাইয়ের চুরি হওয়া বাইক দুটি উদ্ধারে পুলিশের সহযোগীতা কামনা করেছেন। সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি ভুক্তভোগী ও সিরাজদিখান থানা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।