সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক হলেন সিরাজদিখানের মোহাম্মদ ফরহাদ হোসেন বুলেট ।
২৬ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কমিটির সভাপতি হয়েছেন মো.সিদ্দিকুর রহমান । মোহাম্মদ ফরহাদ হোসেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত মো.ইউসুফ বেপারীর সন্তান ।
বুলেট স্কুল জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত । ১৯৯৪সালে সিরাজদিখান থানার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ,১৯৯৭ সালে মুন্সিগন্জ জেলা ছাত্র দলের সদস্য, ২০০০ সালে মুন্সিগন্জ জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন । মোহাম্মদ ফরহাদ হোসেন বুলেট ২০০৬ সালে ঢাকা সিটি করপোরেশনে চাকরিতে যোগদান করেন । এর পরে ২০০৭ সাল থেকে শ্রমিক দলের রাজনীতি শুরু করেন। ২০১১ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন এর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক,২০২১ সালে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের যুগ্ন আহবায়ক নির্বাচিত হয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন ।
গেলো ২৯ শে সেপ্টম্বর তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সাধারণ সম্পাদক নির্বাচিত হোন।
মোহাম্মদ ফরহাদ হোসেন বুলেট বলেন,‘আমাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক নিবার্চিত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী জনাব এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ আনোয়ার হোসে্ন, সাধারণ সম্পাদক জনাব মোঃ নাসিম খান, এবং ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সম্মানিত আহবায়ক জনাব কাজী শাহ আলম রাজা ও সদস্য সচিব জনাব মোঃ কামরুল জামানকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দোয়া চাই যেন আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু, সুন্দর ও সততার সহিত পালন করতে পারি ‘