১০, অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার
     

সিরাজদিখানে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী,উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম মিয়া,সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান রিপোর্টাস ইউনিটির সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক হামিদুর ইসলাম লিংকন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

এসময় বক্তারা  আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা, যানজট নিরসন ও মাদক সন্ত্রাস নির্মূলে বক্তব্য প্রদান করেন।

               

সর্বশেষ নিউজ