সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে সিরাজদীখান থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত ৩ টার সময় তার নিজ বাড়ী সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তারগ করে পুলিশ।
পুলিশ জানায়, ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিরাজদীখান থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,সংস্কার আন্দোলন ও ছাত্র–জনতার অভ্যুত্থানের পর সিরাজদীখান থানায় হামলা ও ভাঙচুরে জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়ে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য,গত ৫ আগস্ট সিরাজদীখান থানায় হামলা, ভাঙচুরের ঘটনায় গেল ২৭শে আগস্ট সিরাজদীখান থানার উপ-পরিদর্শক মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৪০০-৪৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।