২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

সিরাজদিখানে বুকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই চেষ্টা 

সিরাজদিখান প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মান্নান ভূইয়া(৫৫) এর বুকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পনে ৯টার দিকে উপজেলার চরবিশ্বনাথ এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত মান্নান নিমতলা আইডিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে উপজেলার কেয়াইন ইউনিয়নের কেয়াইন গ্রামের আব্দুল আউয়াল ভূইয়ার ছেলে।

আহত মান্নানের ছেলে রনি ভূইয়া জানান, উপজেলার নিমতলা স্টান্ড থেকে একজন ব্যাক্তি অটোরিকশা  রিজার্ভ নিয়ে চর বিশ্বনাথ যায়। সেখানে একটি অন্ধকার স্থানে অটো থেকে নেমেই মান্নান ভূইয়ার বুকে ধারণ করেই বসিয়ে দেয়। সে ছুরি সহই অটোরিকশা নিয়ে নিমতলা চলে আসে। পরে তার পরিবারের লোকজন তাকে নিমতলা আইডিয়াল হাসপাতালে ভর্তি করে।

 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম। হাসপাতালে পুলিশ পাঠিয়ে ব্যাবস্থা নিচ্ছি।

 

মোবাইলঃ ০১৭১৮-৯৩৮২৮০

তারিখঃ ০১-১০-২০২৪ইং

               

সর্বশেষ নিউজ