মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শারদীয় দূর্গা পুজা উদযাপন উপলক্ষে শ্রীনগরে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথীর বক্তব্যে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু বলেছেন আগামী দূর্গা পুজায় আমরা আপনাদের পাশে এলিট ফোর্সের মতো পাশে থাকবো, ভ্যানগার্ডের মতো কাজ করবো। নির্বিঘেœ অপনারা দূর্গাৎসব উদযাপন করবেন। হিন্দু মুসলমানের আগে আমরা সবাই মানুষ।
এটাই আমাদের পরিচয়।
তিনি আরো বলেন, গত ৫ আগস্ট সারা দেশে যখন অস্থিরতা বিরাজ করেছে আমরা আপনাদের পাশে এসে দাড়িয়েছি। শ্রীনগর- সিরাজদিখানে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এভাবেই আমরা সবাই একে অপরের পাশে থাকতে চাই। কেউ মন্দিরের জায়গা দখল করতে চাইলে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি গত মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলার দেউলভোগ কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন।
মুন্সীগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক স্বপন মোদকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন মুন্সী, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জল, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মুহম্মদ জাহাঙ্গীর খান, শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক তাপস দাস, হিন্দু নেতা বলরাম বাহাদুর, বিএনপি নেতা মো. বিটু, শহিদুল ইসলাম সাচ্চু, সিদ্দিকুর রহমান মন্টু, জাহানারা বেগম, জসিম মোল্লা প্রমুখ।