৪, নভেম্বর, ২০২৪, সোমবার
     

শ্রীনগরে নিখোঁজের ১৬ ঘন্টা পর পুকুর হতে আ’লীগ নেতার লাশ উদ্ধার

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
শ্রীনগরে নিখোঁজের ১৬ ঘন্টার পর শাহজাহান শেখ(৫৫) নামক এক আ’লীগ নেতার ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে ওই ব্যক্তির লাশ তার বাড়ির পাশে একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।
নিহত শাহজাহান উপজেলার বীরতারা গ্রামের বাসিন্দা। সে বীরতারা ইউনিয়ন আঃলীগের প্রচার সম্পাদক ছিল।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকেলে সে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। রাতে তার পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করে। শুক্রবার সকাল ৯ টার দিকে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। শ্রীনগর থানর অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন মুন্সি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

               

সর্বশেষ নিউজ