১২, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

বাংলাদেশের সঙ্গে পাত্তা পায়নি, ইংল্যান্ডকে খেল দেখাচ্ছে পাকিস্তান

মাস খানেক আগেই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এক মাসের ব্যবধানে ঘরের মাঠেই ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে খেল দেখাচ্ছে পাকিস্তান।

ব্রিটিশদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। মুলতান টেস্টের প্রথম দিনের খেলা চলছে। ইতোমধ্যে জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার আব্দুল্লাহ শফিক আর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক শান মাসুদ।

প্রথম দিনে আরও মিনিমাম ৩০ ওভার খেলা হওয়ার কথা। ৫৯ ওভারেই পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ২৬০ রান। ১৫০ ও ১০২ রানে ব্যাট করছেন অধিনায়ক শান মাসুদ ও আব্দুল্লাহ শফিক।

অথচ এই পাকিস্তান ক্রিকেট দলই আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দুই টেস্টে ১০ উইকেট এবং ৬ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয়।

টাইগারদের বিপক্ষে প্রথমবার ম্যাচ এবং সিরিজ হারের লজ্জা পর ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলার মধ্য দিয়ে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে ক্রিকেট পাকিস্তান।

               

সর্বশেষ নিউজ