২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টঙ্গীবাড়ী প্রতিনিধি: টঙ্গীবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় টঙ্গীবাড়ী প্রেসক্লাব এর নিজেস্ব ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় দৈনিক মানবকন্ঠ পত্রিকার টঙ্গীবাড়ী প্রতিনিধি মো: মোজাফফর হোসেন কে সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মো: রনি শেখ কে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি দৈনিক রুপবানী পত্রিকার কাজী আকরাম মিলন ,কোষাধ্যক্ষ দৈনিক খোলা কাগজ পত্রিকার আপন সরদার, দপ্তর সম্পাদক দৈনিক সবুজ নিশান পত্রিকার সিহাদ দেওয়ান ও কার্যকরী সদস্য দৈনিক আমার সংবাদ পত্রিকার খান আবু বকর সিদ্দীক ও দৈনিক রুদ্র বার্তা পত্রিকার টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি জেসমিন সুইটি।

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট ব.ম শামীম এর সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাব পত্রিকার টঙ্গীবাড়ী প্রতিনিধি মো: রনি শেখ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদ-ই-হাসান তুহিন। এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, এন টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মঈনুদ্দিন সুমন, মাইটিভি’র সাংবাদিক শেখ মো:রতন, গ্লোবাল টিভির হাসান জুয়েল, নাগরিক টিভির জুয়েল রানা, যমুনা টিভির আরাফাত রায়হান সাকিব, লাখোকন্ঠ পত্রিকার  কান্ত দাস,রজত রেখা পত্রিকার চিফ রিপোর্টার নাজির হোসেন ,দৈনিক বাংলার সময় পত্রিকার রাসেল শেখ, দৈনিক ভোরের খবর পত্রিকার বাবু হাওলাদার, দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার মো: আনিসুর রহমান প্রমুখ।

               

সর্বশেষ নিউজ