২১, ডিসেম্বর, ২০২৪, শনিবার
     

শ্রীনগরে বসতঘরে আগুন

মোহন মোড়ল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে একটি বসতঘর অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার বাঘড়া সরূপচন্দ্র উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রীজের পাশে বসতবাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মধ্য বাঘড়ার মো. মজনুর ছেলে হাকিম আলীর একটি টিনশেড ঘর পুড়ে যায়।

স্থানীয়রা জানায়, গভীর রাতে হাকিম আলীর ঘরে আগুন লাগার খবর শুনতে পায় তারা। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অপর একটি সূত্র জানায়, গত শনিবার রাত দেড়টার দিকে বাঘড়া গ্রামের চকিদার বাড়ির ওসমান চকিদারের একটি বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে মধ্য বাঘড়া বসতঘরের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকন্ডের ঘটনায় ঘরটি ক্ষতিসাধন হয়। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।

               

সর্বশেষ নিউজ