২৬, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

শ্রীপুরে দুর্গা পূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা

মাগুরা প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বর্ণ্যাঢ্য র‌্যালী ও মোটর সাইকেল শোভাযাত্রা করেছে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ।

দুপুরে পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলার সরকারি মহেশচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের করে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে চÐীবর শিল্পপতি সুকুমার বিশ্বাসের বাড়িতে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীগণ সেখানে সুকুমার বিশ্বাসের সৌজন্যে মধ্যাহ্ন ভোজনে অংশ নেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদেও সভাপতি মনোরঞ্জন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রথিন্দ্রনাথ রায়সহ স্থানীয় নেতৃবন্দ।
উল্লেখ্য, এ বছর শ্রীপুর উপজেলায় ১৩৫ টি পূজামÐপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

               

সর্বশেষ নিউজ