২৬, ডিসেম্বর, ২০২৪, বৃহস্পতিবার
     

গজারিয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন সেনাবাহিনী

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন গজারিয়া সেনা ক্যাম্পের সদস্যরা।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রী শ্রী সার্বজনীন শারদীয় দুর্গা মন্দিরসহ ১০টি পূজা মণ্ডপে উদযাপিত শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন তারা।

এসময় স্থানীয় পূজা উদযাপন কমিটি ও পুরোহিতদের সাথে কথা বলেন গজারিয়া সেনা ক্যাম্পের সদস্যরা।
 
এসময় সেনাসদস্যরা সুন্দর, সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠান আয়োজনের প্রশংসা করেন । এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ ও আনসার সদস্যদেরকে  আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পরামর্শ দেন। সেই সাথে যে কোন পরিস্থিতিতে  গজারিয়া উপজেলায় নিয়োজিত সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

               

সর্বশেষ নিউজ